শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

‘ব্যক্তি ও সমাজজীবনে রমজানের তাৎপর্যের প্রতিফলন ঘটাতে হবে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০৭:২৪

‘ব্যক্তি ও সমাজজীবনে রমজানের তাৎপর্যের প্রতিফলন ঘটাতে হবে’

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় তিনি মুসলিম উম্মার শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সংহতি কামনা করেছেন।

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আমাদের জন্য অসীম নেয়ামত। এই মাসেই নিহিত মহান আল্লাহ তায়ালার নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ। রমজানেই আমরা পেতে পারি রহমত, মাগফিরাত ও নাজাতের ফয়সালা।

তিনি আরও বলেন, পরম করুণাময়ের ইবাদতে আমরা সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্বের শিক্ষা লাভ করি। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে হিংসা, বিদ্বেষ ও অহংকার ভুলে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় মাহে রমজান আমাদের উদ্বুদ্ধ করে। আমি আশা করছি, আমরা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব। পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাতে সমর্থ হবো।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top