ফকিরহাটে জাতীয় ফল মেলায় ৪০ প্রজাতির ফল !

ফকিরহাট থেকে | প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ০৪:৪০

ফকিরহাটে জাতীয় ফল মেলায় ৪০ প্রজাতির ফল !

বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এই প্রতিপাদ্যে এক দিন ব্যাপী বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশিয় ফল মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৫ জুলাই) উপজেলা কৃষি অফিস চত্ত্বরে জাতীয় ফল মেলায় প্রায় ৪০ প্রজাতির দেশি বিদেশী ফল স্টলে স্থান পায়। বিভিন্ন ধরনের ফলে সুঘ্রাণে মুখরিত ছিল অনুষ্ঠান স্থল। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোস্তাহিদ সুজা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত। 

এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. মোহিবুল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ বেল্লাল হোসেন, নীল রতন রায়, মুহ, ইকরামুল কবিরসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক এবং খামারিগণ। 

ফল মেলায় ব্যানানা আম, কাঁঠাল, অগ্নিস্বর কলা, আনারস, পেপে, গোলফল, চালতা, গাব, পেয়ারা, লিচু, কলা, লটকন, জামরুল, খেজুর, ড্রাগন, ফুটি, করমোচা, কদবেল, তালসহ বিভিন্ন প্রজাতির ফল স্থান পায়।  এসব সহজলভ্য ফলের পুষ্টিমান ও নানা গুণাগুণের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top