সুনামগঞ্জ দোয়ারাবাজারে নানা আয়োজনে বড়দিন পালিত

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ০৬:৪১

দোয়ারাবাজারে নানা আয়োজনে উৎসবে আনন্দে বড়দিন পালিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন।

রবিবার (২৫ ডিসেম্বর) উপজেলার পাঁচ গির্জা ঝুমগাঁও রোমান ক্যাথলিক গীর্জা, ঝুমগাঁও প্রেসভেটেরিয়ান গীর্জা, কুশিউড়া রোমান ক্যাথলিক গীর্জা, মাঠগাঁও রোমান ক্যাথলিক গীর্জা ও দৌলতপুর রোমান ক্যাথলিক গীর্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের এ উৎসব পালন করতে দেখা যায়। 

দর্শনার্থীরা জানান, আজ যীশুর জন্মদিন। তিনি এসেছিলেন মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য। তাঁর এই জন্মদিন আমাদেরকে কল্যাণ, সাম্য, সম্প্রতির শিক্ষা দেয়।

পাদ্রী মাইকেল মারাক বলেন, নশ্বর এই পৃথিবীতে আমরা কেউই থাকব না। হিংসা, লোভ-লালসা থেকে ঈশ্বর আমাদের দূরে রেখে সবার মাঝে সুখ শান্তি দান করবেন, ক্রিসমাস ইভ এ ঈশ্বরের কাছে, এ বছর এটাই আমাদের প্রার্থনা।

ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসয়েশনের চেয়ারম্যান প্রত্যুষ সাংমা বলেন, বিশ্ববাসীর সুখ শান্তি কামনা করে এ বছর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। বড়দিন মানে নতুন চেতনা ও মুক্তির কথা। সংগ্রামশীল পৃথিবীতে আমরা যেন ভালো থাকি এটাই আমাদের প্রার্থনা।

এনএফ৭১/আরআর/২০২২



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top