রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ

আজিজুল ইসলাম | প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১০:০৬

রাজশাহী শিক্ষা বোর্ড

এসএসসি ২০২৫ সালের ফলাফল প্রকাশিত হয়েছে! তবে রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর দেখা গেল মিশ্র ফলাফল। পাস করেছে ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী, যেখানে গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। মানে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১২ শতাংশ!

এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ শিক্ষার্থী। আগের বছর এই সংখ্যা ছিল ২৮ হাজার ৭৪ জন—মানে এবার কমেছে ৫ হাজারেরও বেশি জিপিএ-৫।

তবে, প্রতিবারের মতো এবারও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে। মেয়েদের পাসের হার: ৮২ দশমিক ০১ শতাংশ, ছেলেদের পাসের হার: ৭৩ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পাওয়া মেয়ের সংখ্যা: ১১ হাজার ৯৬২ জন, আর ছেলেদের মধ্যে পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন।

এই বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন, এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৮০ হাজার ৩১০ জন শিক্ষার্থী। ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে মাত্র ৯৯টি স্কুল, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ২৮৯টি স্কুল। তবে ভালো খবর হচ্ছে, এবার কোনো প্রতিষ্ঠানই ফেল করেনি, যা গত বছর একটি প্রতিষ্ঠান ফেল করেছিল।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top