শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সিলেটের সাদা পাথর বিলীন, প্রশাসন নিস্তব্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৬:৫২

ছবি: সংগৃহীত

সিলেটের ‘সাদা পাথর’ এখন বিলীন হওয়ার পথে। একসময়ের পাথর রাজ্য আজ নিশ্চিহ্ন, চোখের সামনে হারিয়ে গেছে প্রাকৃতিক সম্পদ। গত এক বছর ধরে নির্বিচারে চলছে পাথর লুটপাট। শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে চলছে এই অবৈধ কার্যক্রম, যেখানে প্রশাসন ছিল নির্বিকার।

স্থানীয়রা অভিযোগ করেন, লুটের নেতৃত্বে রয়েছে বিএনপি ও যুবদলের কিছু নেতা, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। প্রশাসনের উদাসীনতায় প্রকৃতির অপূরণীয় ক্ষতি হচ্ছে।

পরিবেশ কর্মীরা বলছেন, গত এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার মূল্য দুইশত কোটি টাকার ওপরে। এর ফলে পর্যটক কমে গেছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৫টিরও বেশি মামলা করেছে এবং প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করেছে। তবে স্থানীয়দের মতে, বড় ধরনের অভিযান না হলে সমস্যার সমাধান অসম্ভব।

পরিবেশ অধিদপ্তর জানায়, সাদাপাথর খনিজ সম্পদের আওতায়, তাই তারা সরাসরি অভিযান চালাতে পারে না। প্রশাসন বলছে, অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। প্রকৃতি রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান। সাদা পাথরের অস্তিত্ব রক্ষাই এখন সময়ের দাবি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top