আজ রাত থেকে সাগর-নদীতে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা
পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১২:০৭
আজ (১ নভেম্বর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ (১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ) শিকারের ওপর ৮ মাসব্যাপী নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।
নিষেধাজ্ঞা চলবে ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। এ সময়ের মধ্যে জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় বা মজুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
মৎস্য আইনের আওতায় নিষেধাজ্ঞা অমান্য করলে ১ থেকে ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
জাটকা সংরক্ষণে পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম।
তিনি বলেন, “জাটকার অবরোধ সফল করতে কঠোর অভিযান চলবে। ইলিশ সম্পদ রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।”
অবরোধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার নিবন্ধিত ৮৯ হাজার ৪৩ জন জেলেকে ৪ মাস ধরে প্রতি মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
পটুয়াখালী প্রতিনিধি
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।