ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সম্পদ ও মামলার তথ্য প্রকাশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৭:০৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন আইনজীবী রুমিন ফারহানা। এ সময় তিনি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পদ, আয় ও মামলার তথ্য প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, রুমিন ফারহানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বার-অ্যাট-ল। তিনি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
হলফনামা অনুযায়ী, পৈতৃক সূত্রে ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক তিনি। ধানমন্ডির ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়ার বি ব্লকে পিতার কাছ থেকে পাঁচ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট পেয়েছেন। এছাড়া পুরানা পল্টনের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে তার মালিকানাধীন আরও দুটি ফ্ল্যাট রয়েছে। এসব স্থাবর সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে তার কাছে নগদ অর্থ রয়েছে ৩২ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকারের তথ্য উল্লেখ করা হয়েছে। তার কাছে কোনো বিদেশি মুদ্রা নেই। ব্যাংকে জমাকৃত অর্থ, বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে কোনো বিনিয়োগ নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তার নিজের নামে কোনো যানবাহন নেই এবং তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি।
আয়ের উৎস হিসেবে তিনি উল্লেখ করেছেন, বাড়িভাড়া থেকে বছরে আয় ৮ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া শিক্ষকতা ও পরামর্শমূলক কাজ থেকে তার বার্ষিক আয় ৬ লাখ টাকা।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, রুমিন ফারহানা তার বার্ষিক আয় দেখিয়েছেন ৯৭ লাখ ১৪ হাজার টাকা। একই সঙ্গে হলফনামায় বিভিন্ন আইনে তার বিরুদ্ধে দায়ের হওয়া মোট চারটি মামলার তথ্যও উল্লেখ করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।