বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ০৬:৩৪

বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সম্পন্ন হয় মিমের বিয়ের আনুষ্ঠানিকতা। এতে উপস্থিত ছিলেন মিম ও তার হবু বর সনি পোদ্দারের ঘনিষ্ঠজনরা।

আর এই প্রথমবারের মতো প্রকাশ্যে এলো মিমের বিয়ের ছবি। কনে সাজে মিম হাস্যজ্জল, সঙ্গে তার তার স্বামী। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মিম। সেই আনুষ্ঠানিকতার একাধিক ছবি এসেছে গণমাধ্যমের কাছে, যেখানে নবদম্পতিকে বেশ হাসিখুশি দেখাচ্ছে। জানা গেছে, বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তার ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন।

এদিকে বিয়ের অনুষ্ঠানের দুই দিন আগে মিমের গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে। সেখানেও আমন্ত্রিত ছিলেন দুই পরিবারের সদস্যরাই। সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মের রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: মিম


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top