রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

তবে কি শাকিব খানের সিনেমায় হানিয়া?

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসেছেন সানসিল্কের উদ্যোগে আয়োজিত এক ইভেন্টে অংশগ্রহণের জন্য। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত শোতে মূল আকর্ষণ ছিলেন হানিয়া নিজেই।

শো চলাকালীন উপস্থাপক সৌমিক আহমেদ অভিনেত্রীকে প্রশ্ন করেন- ঢালিউডের মেগাস্টার শাকিব খান নাকি বলিউডের বাদশা শাহরুখ খান- কে বেছে নেবেন। এই প্রশ্নের উত্তরে হানিয়া শাকিব খানের পক্ষে সাড়া দেন এবং জানান, তিনি শাকিবের ভক্ত।

উল্লেখ্য, ঢালিউড সুপারস্টারের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে পাকিস্তানি এই অভিনেত্রীকে। ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হানিয়া যখন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেশে আসবেন, তখন সিনেমার চূড়ান্ত আলোচনা করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top