পাঁচ নায়িকার সাথে রোমাঞ্চে মাতেন দেব,তবে অনুপস্থিত শুভশ্রী,রুক্মিণী

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬

ছবি: সংগৃহীত

‘রঘু ডাকাত’ সিনেমার প্রচারে, সদ্যই অনুষ্ঠিত হয়েছে ছবিটির প্রচার অনুষ্ঠান। গত শনিবার কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানের দিনে মঞ্চ মাতান দেব, সঙ্গে ছিলেন টালিউডের পাঁচ নায়িকা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মঞ্চ। সেখানে দেবের দর্শন পাওয়ার জন্য অপেক্ষায় মুখর  ছিলো দর্শক।

এক পর্যায়ে রাজকীয় ভঙ্গিমায় প্রবেশ করেন দেব। ওপার বাংলার ইন্ডাস্ট্রিতে দুই দশকের পথচলা সম্পন্ন করলেন দেব। ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চের পাশাপাশি উদযাপন করা হলো এই নায়কের জীবনের সেই বিশেষ অধ্যায়।

‎দীর্ঘ দুই দশকে যেসব নায়িকাদের সঙ্গে জুটি বেঁধেছেন, তাদের বেশ কয়েকজনের সঙ্গে রোম্যান্টিক গানে নেচে মঞ্চ মাতালেন দেব। তার মধ্যে ছিলেন নুসরাত জাহান, পূজা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জি।

এদিন সুপারস্টারের বিশ বছরের জার্নিতে অংশীদার হতে পেরে আপ্লুত তারা প্রত্যেকেই। তবে এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তারই প্রাক্তন প্রেমিকা শুভশ্রী। অনুপস্থিত ছিলেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রর।

দেব অবশ্য ব্যাখ্যা দিয়েছেন তার অনুপস্থিতির।বলেন আমার ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ অংশ রুক্মিণী। কিন্তু ও মুম্বাইয়ে থাকায় আসতে পারেনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top