শাহরুখ খানের সিনেমা প্রত্যাখান রুক্মিণীর
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা রুক্মিণী মৈত্র। দেবের হাত ধরে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেছিলেন তিনি। এরপর একে একে উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। শুধু টলিউডেই নয়, ইতিমধ্যেই মুম্বইয়েও কাজের সুযোগ পেয়েছেন রুক্মিণী।
তবে অবাক করার মতো ঘটনা হলো, কেরিয়ারের শুরুর দিকে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুযোগ এসেছিল তাঁর কাছে। আর সেটি ছিল যশ রাজ ফিল্মসের ‘রাব নে বানা দি জোড়ি’ সিনেমায়!
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছেন, “আমি যখন কলেজের প্রথম বর্ষে পড়ি, তখন আমার কাছে ‘রাব নে বানা দি জোড়ি’ সিনেমার অডিশনের অফার আসে। তারা নতুন মুখ খুঁজছিলেন। আমাকে একাধিকবার বললেও আমি না করে দিয়েছিলাম। তখন বয়স কম ছিল বলেই হয়তো ভুলটা করেছিলাম।”
অবশ্য সেই ছবিতে শেষ পর্যন্ত শাহরুখ খানের বিপরীতে দেখা যায় অনুষ্কা শর্মাকে। আর সেখান থেকেই শুরু হয় অনুষ্কার বলিউড কেরিয়ার।
আজ যখন রুক্মিণী টলিউডে নিজের জায়গা শক্ত করেছেন, তখন এই হারানো সুযোগের কথা মনে করে তিনি নিজেই অবাক হন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।