হানিয়া আমিরের চুলের রহস্যে নেটিজেনদের প্রশ্ন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২

জনপ্রিয় শ্যাম্পু ব্র্যান্ড সানসিল্ক সম্প্রতি পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে একটি নতুন বিজ্ঞাপন প্রকাশ করেছে। তবে বিজ্ঞাপনটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
বিজ্ঞাপনে দেখা যায়, হানিয়ার মাথাভর্তি ছোট চুল সানসিল্কের স্পর্শে হঠাৎ করেই তরুলতার মতো দ্রুত বড় হয়ে যাচ্ছে। মাত্র ৪ দিনের মধ্যেই চুলের এমন পরিবর্তন দেখানো হয়, যা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে।
নেটিজেনদের অভিযোগ, কোম্পানি আসল চুল বৃদ্ধির পরিবর্তে নকল চুল ব্যবহার করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করছে। কেউ কেউ বলছেন, "চুল বৃদ্ধির মতো সংবেদনশীল বিষয়ে মিথ্যা আশ্রয় নেওয়া ব্র্যান্ডের জন্য ক্ষতিকর। এতে করে সানসিল্কের সুনামও প্রশ্নবিদ্ধ হতে পারে।"
অন্যদিকে, অনেকের মত, হানিয়া আমির হয়তো নিজেও জানতেন না তার উপস্থিতিতে এমন একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশিত হবে।
এখন প্রশ্ন উঠছে—সত্যিই কি সানসিল্ক চুলের আশ্চর্য বৃদ্ধির দাবি প্রমাণ করতে পারবে, নাকি এই বিজ্ঞাপন শুধুই সৃজনশীল ভেলকিবাজি?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।