শ্যুটিং এ আহত সালমান খান
Mithu Murad | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬

বলিউডের সুপারস্টার সালমান খান ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছেন। মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে চলছিল ছবিটির শুটিং।
সূত্রের খবর অনুযায়ী, একটি ফাইটিং সিনের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সালমান। এতে তিনি কিছুটা চোট পেয়েছেন। তবে আঘাত সত্ত্বেও শুটিং শেষ করা হয়।
লাদাখের বরফে ঢেকে থাকা এলাকায় শুটিং চলাকালীন তাপমাত্রা ছিল শূন্যের নিচে, এবং অক্সিজেনের ঘাটতিও ছিল। ১৫ দিনের জন্য এই শুটিংয়ের পরিকল্পনা করা হলেও, সেখানে বেশ কয়েকটি লড়াই এবং আবেগঘন দৃশ্যের শুটিং করা হয়েছে।
চোটের কারণে সালমান খান কিছুদিন বিরতি নেবেন। এ কারণে ছবির শুটিং সাময়িকভাবে পিছিয়ে গেছে। তবে অভিনেতা সম্পূর্ণ সুস্থ হয়ে মুম্বাইয়ে শুটিং পুনরায় শুরু করবেন বলে জানা গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।