অস্কারে চিত্রনায়িকা রাজ রিপা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী রাজ রিপা অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এবার তার সিনেমা ‘ময়না’ ৯৮তম অস্কার আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের আহ্বানে এই মাসে মোট ৫টি সিনেমা জমা পড়েছে, যার মধ্যে রয়েছে ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ এবং ‘ময়না’।

গণমাধ্যমকে রাজ রিপা বলেন,

"আলহামদুলিল্লাহ, অস্কারের জন্য ‘ময়না’ ছবিটি নির্বাচিত হওয়ায় খুব খুশি। এই প্রতিযোগিতায় সিনিয়র অভিনেত্রীদের সঙ্গে জায়গা পাওয়া আমার জন্য বড় অর্জন।"

রাজ রিপার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ তিনি সম্প্রতি অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘ময়না’ সিনেমার অস্কার প্রতিযোগিতা তাকে নতুন করে চলচ্চিত্রের রঙ্গমঞ্চে উপস্থিতি জানানোর সুযোগ দিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top