টাইমস স্কয়ারে মঞ্চমাতাবেন জায়েদ খান ও ঋতুপর্ণা।

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা এবং ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান মঞ্চ শেয়ার করবেন। তবে এই বিশেষ নাচের আয়োজন দেখতে পাবেন শুধু নিউ ইয়র্কের বাঙালিরা।

দূর্গাপূজা উপলক্ষে নিউ ইয়র্কের হিন্দু সম্প্রদায় প্রতি বছর আয়োজন করে ম্যানহাটনের টাইমস স্কয়ারে। এবারের আয়োজনে থাকছে ভারত ও বাংলাদেশের বাঙালিদের যৌথ আয়োজন, যেখানে মুখ্য আকর্ষণ হিসেবে থাকছে ঋতুপর্ণা ও জায়েদ খানের মঞ্চনাট্য।

জায়েদ খান জানিয়েছেন, “প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ ভাগ করতে যাচ্ছি। ইতিমধ্যে নিউ ইয়র্কে তার সঙ্গে আমার দেখা হয়েছে।”

টাইমস স্কয়ার পূজা আয়োজক কমিটি এবারের অনুষ্ঠানে বিভিন্ন মাত্রার চমক রাখতে পরিকল্পনা করেছে, যার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হবে এই নাচের আয়োজন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top