সুখবর দিলেন ক্যাটরিনা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২

লিউড কুইন ক্যাটরিনা কাইফ এবার সত্যিই নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। বিয়ে করে সংসারী হয়েছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। তাদের বিয়ের পর থেকেই একাধিকবার মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল ক্যাটরিনাকে ঘিরে। তবে এতদিন সে বিষয়ে নীরব ছিলেন ক্যাট-ভিকি দম্পতি।
অবশেষে মঙ্গলবার দুপুরে অনুরাগীদের সঙ্গে সেই সুখবরটি শেয়ার করলেন তারা নিজেরাই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকি-ক্যাট জুটি একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, স্ফীতোদর ক্যাটরিনাকে আগলে রেখেছেন ভিকি কৌশল।
ছবির ক্যাপশনে তারা লিখেছেন, “একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ওম।”
তারকাদম্পতির এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই শুভেচ্ছার জোয়ার বইছে বলিউডে। সোনাম কাপুর, নেহা ধুপিয়া-সহ একাধিক তারকা মন্তব্য করে তাদের নতুন যাত্রার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
বলিউডপ্রেমীদের কাছে এটি এখন সবচেয়ে বড়ো খুশির খবর—অভিনয় জীবনের মতোই এবার ব্যক্তিজীবনের নতুন ভূমিকায় পা রাখতে চলেছেন ক্যাটরিনা কাইফ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।