হেনস্তার শিকার ঊষসী চক্রবর্তী

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮

ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী ঊষসী চক্রবর্তী গাড়ি মেরামতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। নিজের গাড়ি ঠিক করাতে গিয়েই মূলত এই বিপত্তি। সামাজিক মাধ্যমে এসে প্রকাশ করলেন ক্ষোভ।

‎অভিনেত্রীর অভিযোগ, গাড়ির শোরুমে চরম দুর্ব্যবহার ও হুমকির শিকার হয়েছেন তিনি। শোরুমের কর্মীরা তার সঙ্গে অশালীন ব্যবহার করে এবং হুমকির সুরে কথা বলে। এমনকি তার গাড়ি আটকে রাখার চেষ্টা করা হয়।

‎এ নিয়ে সামাজিক মাধ্যমে ঊষসী লেখেন, শেষ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নম্বর জোগাড় করে তাদের সহায়তায় গাড়ি বের করতে পারি। হুমকি প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, আমার গাড়ির চালককে বলা হয় ‘গাড়ি বের করতে দেওয়া হবে না।তবে এই ব্যবহার আশা করেননি ঊষসী। তাই বাকিদের সাবধান করতেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top