বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

কলকাতায় অচল জনজীবন, বৃষ্টিতে থমকে শুটিং ফ্লোর

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫০

ছবি: সংগৃহীত

কলকাতায় অবিরাম বৃষ্টির কারণে শহরের জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। প্রচণ্ড জলাবদ্ধতার ফলে শহরের বেশ কয়েকটি ধারাবাহিকের শুটিংও বন্ধ রাখতে হয়েছে।

দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, জনপ্রিয় ফিকশন শো ‘খনার কাহিনি’ এবং ‘আদি শক্তি অ্যাদ্যাপীঠ’ এর শুটিং শুরু হয়েছে অনেক দেরিতে। এছাড়া ‘দাদামণি’, ‘আনন্দী’ (এনটি ওয়ান স্টুডিও) এবং ‘পুলিশ ফাইলস’ এর শুটিং সম্পূর্ণ বন্ধ রয়েছে।

যদিও কিছু ধারাবাহিকের শুটিং চলছে। এর মধ্যে রয়েছে ‘জোয়ার ভাটা’, ‘কনে দেখা আলো’, ‘জগদ্ধাত্রী’ (বলাকা স্টুডিয়ো), ‘পরিণীতা’, ‘কুসুম’ (ভিলাইন স্টুডিও), ‘তুই আমার হিরো’ (দাসানি ১), ‘চিরদিনই তুমি যে আমার’ (দাসানি ২) এবং ‘ফুলকি’। তবে চলমান বৃষ্টির কারণে এগুলোর শুটিং-তেও ব্যাঘাত ঘটতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top