বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

ব্যাংককে ইমরান হাশমির সঙ্গে রোমান্সে দিশা পাটানি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৯

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি এবার নতুন প্রজন্মের নায়িকা দিশা পাটানি-এর সঙ্গে রোমান্টিক চরিত্রে হাজির হচ্ছেন। বর্তমানে তারা ‘আওয়ারাপন ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত, যা থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, সিনেমার প্রায় অর্ধেক দৃশ্যায়ন ব্যাংককে সম্পন্ন হবে এবং পুরো শুটিং মাসব্যাপী চলবে। নির্মাতা বিশেশ ভাট ও নিতিন কাকা জানিয়েছেন, ব্যাংককের বাস্তব লোকেশনে সিনেমার গল্পের মূল অংশ ফুটিয়ে তোলা হবে।

সিক্যুয়ালের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ইমরান হাশমি ও দিশা পাটানি। ইমরান হাশমি আবারও শিবম চরিত্রে অভিনয় করছেন। দিশা পাটানিও তার প্রিয় নায়কের সঙ্গে রোমান্টিক যাত্রা দেখানোর জন্য একেবারে উত্তেজিত।

প্রযোজক বিশেশ ভাট জানিয়েছেন, ‘আওয়ারাপন’ সিরিজের মতোই এই দ্বিতীয় কিস্তিতেও সংগীতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা দর্শকদের হতাশ করবে না। ব্যাংককের শুটিং শেষ হওয়ার পর নভেম্বর মাসে আরেকটি শুটিং সেশন হবে। আশা করা হচ্ছে, পুরো কাজ আগামী জানুয়ারিতে শেষ করা যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top