মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

সালমান খানের প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বাড়িতে চুরি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৬:৫৭

সংগৃহীত

বলিউড অভিনেত্রী এবং সালমান খানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি সম্প্রতি তার পুনের বাসভবনে ঘটে যাওয়া চুরির ঘটনা নিয়ে মুখ খুলেছেন। এই বছরের শুরুর দিকে চুরির ঘটনাটি ঘটে, তবে এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি তিনি।

‎সঙ্গীতা বিজলানি ভারতীয় গণমাধ্যমকে বলেন, “আমি বিশেষভাবে পুনেতে এসেছি এসপি সন্দীপ সিং গিলের সঙ্গে দেখা করতে এবং তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানাতে। আমি একজন মেয়ে হিসেবে নিজের বাড়িতে নিজেকে নিরাপদ মনে করছি না, যে বাড়িতে আমি গত ২০ বছর ধরে বসবাস করছি।”

‎চুরির ঘটনাটি ঘটেছে পুনের টিকোনা পেঠ এলাকার পবনধারণ অঞ্চলে অবস্থিত বিজলানির বাংলোয়। জানা গেছে, চার মাস ধরে বাংলোটি খালি ছিল, এবং এই বছর ১৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে

‎বিজলানি সেখানে গিয়ে চুরির ঘটনা আবিষ্কার করেন। চোরেরা পেছনের দিক দিয়ে ঢুকে ঘরের ভেতর থেকে ৫০ হাজার রুপি ও ৭ হাজার রুপি মূল্যের একটি টেলিভিশন সেট চুরি করে।

‎চুরির ঘটনায় লোনাভালা রুরাল থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন বিজলানির একজন ব্যক্তিগত কর্মচারী। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং অভিযুক্তরা এখনো পলাতক।

‎মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করা সঙ্গীতা বিজলানি ১৯৮০ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব অর্জন করে জাতীয় স্বীকৃতি পান। দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে সেরা জাতীয় পোশাকের পুরস্কার জেতেন, যা ডিজাইন করেছিলেন তার মা পুনম বিজলানি।

‎১৯৮৮ সালে ‘কাতিল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার, যেখানে আদিত্য পঞ্চোলির বিপরীতে অভিনয় করেন। এরপর ‘ত্রিদেব’, ‘হাতিয়ার’, ‘জুর্ম’, ‘যোদ্ধা’, ‘যুগন্ধর’, ‘ইজ্জত’, ও ‘লক্ষ্মণ রেখা’-সহ একাধিক হিট ছবিতে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেন।

‎তদন্তের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী এখন দ্রুত পদক্ষেপ চেয়েছেন প্রশাসনের কাছ থেকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top