মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রমিকা কেটি পেরি আবারও আলোচনায়

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৭:২১

সংগৃহীত

আবারও শিরোনামে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি। কানাডার মন্ট্রিয়ালে তিন মাস আগে একান্ত নৈশভোজের ছবি সামনে আসার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেই জল্পনাকে আরও উসকে দিল নতুন কিছু ছবি—যেখানে এই দুজনকে দেখা গেছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একটি প্রমোদতরীতে ঘনিষ্ঠ সময় কাটাতে।

‎ডেইলি মেইল-এ প্রকাশিত ছবিতে দেখা যায়, কেটি ও ট্রুডো একে অপরকে জড়িয়ে ধরে হাসিমুখে সময় কাটাচ্ছেন এবং চুম্বনরত অবস্থায়ও ধরা দিয়েছেন ক্যামেরায়। কেটির পরনে ছিল কালো রঙের সাঁতারের পোশাক এবং চুল বাঁধা ছিল মাথার ওপর, অন্যদিকে ট্রুডো ছিলেন ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, শুধু একটি জিন্সের ট্রাউজারে।

‎এক প্রত্যক্ষদর্শী জানান, কেটি ও ট্রুডোর নির্দেশে তাদের প্রমোদতরীটি একটি ছোট নৌকার আড়ালে সরিয়ে নেওয়া হয়, যেন তারা লোকচক্ষুর আড়ালে সময় কাটাতে পারেন।

‎এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেটি পেরি বা জাস্টিন ট্রুডোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই ছবি ঘিরে চলছে জোরালো আলোচনা।

‎অনেকেই বলছেন, একজন সাবেক রাষ্ট্রনেতা হিসেবে ট্রুডোর এমন অন্তরঙ্গ মুহূর্ত তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। অন্যদিকে, কেটি পেরির ভক্তরাও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top