শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মা হলেন শ্রেয়া ঘোষাল

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২১, ১৯:৫২

মা হলেন শ্রেয়া ঘোষাল

শনিবার দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রেয়া ঘোষাল। গায়িকা নিজেই ইনস্টাগ্রামে এ সুখবর জানিয়েছেন।

শ্রেয়া তার পোস্টে লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় শনিবার দুপুরে আমাদের পুত্রসন্তান হয়েছে। এমন অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য এবং আমি ভীষণ খুশি।' সবার কাছে ছেলের জন্য আশীর্বাদ চেয়েছেন শ্রেয়া ঘোষাল।

এর আগে ৪ মার্চ টুইটারে, 'শ্রেয়াদিত্য আসার পথে' লিখে শ্রেয়া তার মা হওয়ার কথা জানিয়েছিলেন। এর পর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছিলেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে ভীষণই আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top