মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

প্রতারণার অভিযোগে এবি ব্যাংকের ডিএমডি আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ১৮:১৭

প্রতারণার অভিযোগে এবি ব্যাংকের ডিএমডি আটক

প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে রাজধানীর গুলশানের থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। সম্প্রতি এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় এলে মঙ্গলবার সকালে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর হাজির করার উদ্দেশে গুলশান থানা পুলিশের একটি টিম আদালতে নিয়ে যাচ্ছে তাকে।

জানা গেছে, আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ। রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই বেলাল হোসেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top