রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ থেকে আমেরিকার শেখার আছে: সিইসি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৭:১৬

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকার অনেক কিছু শেখার আছে। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার(১২ নভেম্বর) রাজধানীর আইইএস স্কুলে ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সিইসি।

তখন তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে। যেখানে তারা ৪/৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। কিন্তু আমরা ইভিএমের মাধ্যমে ৪-৫ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।

তখন বিএনপির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন জানিয়ে তিনি বলেন, আমি সকাল থেকে প্রিজাইডিং অফিসার এবং কন্ট্রোল রুম এর মাধ্যমে খোঁজখবর নিয়েছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top