শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

জাহাঙ্গীর আলমের চেয়ারে কাউন্সিলর কিরন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১, ২৩:৪১

জাহাঙ্গীর আলমের চেয়ারে কাউন্সিলর কিরন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরাখাস্ত হওয়ায় সিটি করপোরেশনে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ তার চেয়ারে বসতে যাচ্ছেন।

প্যানেল মেয়র আসাদুর রহমান বলেন, ‘আমি ইচ্ছে করে ভারপ্রাপ্ত মেয়র হইনি। এর আগেও আমি প্যানেল মেয়র থেকে তিন দফায় ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি। তখন মন্ত্রনালয় দায়িত্ব দিয়েছিলো এখনও মন্ত্রনালয় থেকে আমাকে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে।’

জানা গেছে, এর আগেও মেয়র মান্নানকে সরিয়ে একাধিকবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছিলো তাকে। রোববার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কাউন্সিলর আসাদুর রহমান কিরণের অনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top