পুলিশের বাধার মুখে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি
মেহেদী হাসান | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১৮:২৭

পুলিশের বাঁধার মুখে পড়েছে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি। সহিংসতায় নিহতদের বিচার ও গণপ্রেপ্তারের প্রতিবাদে মাজার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হাইকোর্টের মাজার গেটের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষকরাও শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সাথে ছিলেন।
আজ বুধবার (৩১ জুলাই) সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হাইকোর্টের মাজার গেটের দিকে যেতে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এসময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এর আগে গত (৩০ জুলাই) রাতে এ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। কর্মসূচি অনুযায়ী, দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন, ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণ ও জজকোর্ট প্রাঙ্গণে জমায়েত এবং এর বাইরে প্রতিটি ক্যাম্পাস ও রাজপথে নিজেদের সুবিধামতো স্থান এবং সময়ে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছিল।
বিষয়: পুলিশি বাঁধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।