শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি
Nasir Uddin | প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১৬:৪২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করেছে। সোমবার (২৬ মে) দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩ জুন সকাল ১০টায় শেখ হাসিনাকে স্বশরীরে হাজির হতে বলা হয়েছে।
একটি ইংরেজি ও একটি বাঙলা দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল ইমরান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আলমকে আগামী ৩ জুন সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের অনুপস্থিতিতে আদালত অবমাননার প্রেক্ষিতে বিচারকার্য সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওর ফরেনসিক বিশ্লেষণে নিশ্চিত করেছে, ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন বক্তব্যটির কণ্ঠস্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
আইসিটির বিচারকাজে হস্তক্ষেপ ও হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৩০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ওই অডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” ফরেনসিক পরীক্ষায় ওই কণ্ঠস্বর সাবেক প্রধানমন্ত্রীর বলে নিশ্চিত হওয়া গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।