পর ১০টির বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে আজ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৪
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
বিটিআরসির এক জরুরি বার্তায় বলা হয়েছে, যারা তাদের এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম নিবন্ধন করেছেন, তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করবেন। নিলে সমস্যা হবে না। অন্যথায়, কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
বিটিআরসি জানায়, গ্রাহকরা নিজেরা *১৬০০১# ডায়াল করে এবং এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে কতটি সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে পারবেন।
কমিশন সতর্ক করে বলেছে, গ্রাহক যদি নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার করতে ব্যর্থ হন, তাহলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বিটিআরসি-এর এই উদ্যোগ মোবাইল সিম ব্যবহারে নিয়মিত ও স্বচ্ছতার লক্ষ্যে নেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।