শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬
শ্রমশক্তি রপ্তানিতে সবচেয়ে বড় বাধা দালাল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটক শ্রমিকদের মুক্তির প্রসঙ্গে, তারা বহু কষ্টে বিদেশে গেছেন এবং আইন অমান্য করলে কী শাস্তি হতে পারে, তা জেনেই দেশের স্বার্থে আইন ভেঙেছেন। পরে সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে অনুরোধ জানালে শ্রমিকদের মুক্তি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "শ্রমশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াই দালাল দ্বারা নিয়ন্ত্রিত। পদে পদে প্রতারণার শিকার হচ্ছে মানুষ। যদি এই খাতকে দালাল মুক্ত করা না যায়, তাহলে উন্নয়ন সম্ভব নয়।"
ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, পৃথিবীতে তরুণের অভাব, আর বাংলাদেশে তরুণের খনি। "এত তরুণ জনশক্তি আমাদের কাছে আছে, যা সারা বিশ্বে অত্যন্ত মূল্যবান।"
তিনি জানান, প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে সফরকালে জানা যায়, মেয়াদ শেষ হওয়ার কারণে ১৭ হাজার শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি, যদিও তারা সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। এ বিষয়ে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করা হলে তিনি শ্রমিকদের গ্রহণের সম্মতি দেন। পরবর্তীতে মালয়েশিয়া সফরে গিয়ে দেখা যায়, পুরো প্রক্রিয়া দালাল ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে।
ড. ইউনূস বলেন, জাপান সফরের সময় তারা জানিয়েছে, লোকের চাহিদা রয়েছে। নেপাল থেকে ৭ হাজার শ্রমিক নেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে মাত্র ২ হাজার নেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশ থেকে এক লাখ লোক পাঠানো সম্ভব, শুধু ভাষা শিখলেই তারা সেখানে কাজ করতে পারবে।
এ ছাড়াও, অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।