তারেক রহমান দেশের ফেরা উপলক্ষে এয়ারপোর্টে উপস্থিত না হওয়ার আহ্বান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা ঘোষণা করেছেন। তবে এ সময় তিনি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত না হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা দীর্ঘ ১৭-১৮ বছর ধরে একসঙ্গে আছি। ইনশাআল্লাহ, ২৫ তারিখে আমি দেশে চলে যাব। কিন্তু দয়া করে কেউ বিমানবন্দরে যাবেন না।”
তারেক রহমান আরও বলেন, বিমানবন্দরে গেলে হট্টগোল সৃষ্টি হবে এবং দেশের সুনাম ক্ষুণ্ণ হবে। “যারা আমার এই আহ্বান মেনে চলবেন, আমি ধরে নেব তারা দলের ও দেশের স্বার্থে সম্মান রক্ষায় বিশ্বাসী। যারা যাবেন, আমি ধরে নেব তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গেছেন।”
বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “৭১, ৭৫, ৮১, ৯৬ সহ বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে। এখনো ষড়যন্ত্র থেমে যায়নি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সামনের দিন সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের পরিকল্পনা সফল করতে পারব এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
তারেক রহমান দেশের আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
২০০৭ সালে এক-এগারো-এর রাজনৈতিক পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।