কুমিল্লা-৪ আসনে হাসনাতকে স্বাগত জানিয়ে জামায়াত প্রার্থী সরে গেলেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থী পরিবর্তনের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জোটের শরিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সাইফুল ইসলাম শহিদ জানান, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে তিনি নিজেকে নির্বাচন থেকে আড়াল করেছেন। তিনি লেখেন, “আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।”
সাইফুল ইসলাম শহিদ জানান, দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও বলেন, “হয়তো প্রত্যাশা অনুযায়ী মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পারব না। তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে সেটাকেই বড় পাওয়া মনে করব।” একই সঙ্গে তিনি নেতা-কর্মীদের ত্যাগের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এনসিপি জামায়াতে ইসলামী ও সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা-৪ আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।