মিয়ানমারের ভূমিকম্প কতটা ভয়াবহ ছিল? উদ্ধারকর্মীরা কী বলছেন?

রাজীব রায়হান | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১৩:৪০

ছবি: সংগৃহীত

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিট। ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিডো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ব্যাংককেও।

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে দুই হাজারের বেশি। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে। এ শহরেই ৬৯৪ জন নিহত হয়েছে। দেশটির জান্তা সরকার আন্তর্জাতিক সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছে।

থাইল্যান্ডে সকলের দৃষ্টি এখন ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত সেই আকাশচুম্বী ভবনের দিকে। অসম্পূর্ণ বহুতল ভবন ধসের পর উদ্ধার অভিযান চলছে। প্রায় ১০০ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ এবং ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মিয়ানমার এবং থাইল্যান্ডের উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে। তারা বলছেন, আমরা খালি হাতেই মানুষদের মাটি খুঁড়ে বের করছি। মান্দালয়ে বেশিরভাগ ভবন ধসে পড়েছে এবং মানুষ তাদের ঘরে ফিরে যেতে সাহস পাচ্ছে না।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু করার সময় মান্দালয়’র দৃশ্য ছিল ভয়াবহ। মানুষ রাস্তার মধ্যে দৌড়াচ্ছিলো চিৎকার করছিলো এবং কাঁদছিলো।

তারা বলছেন, দিন গড়িয়ে যখন রাত হলো, মানুষ তাদের বাড়ি ফিরতে সাহস পাচ্ছিলো না। তারা এতটা ভয় পেয়েছিল। কেউ কেউ রাস্তায় বসে ছিল... ঘুমোতে পারছিল না। তারা তাদের পরিবার, বন্ধু ও আত্মীয়দের চোখের সামনে অদৃশ্য হয়ে যেতে দেখে আতঙ্কিত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top