জম্মু-কাশ্মীরে ভূমিধসে নিহত বেড়ে ৩১, উদ্ধারকাজ চলছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১২:২০

ভারতের জম্মু-কাশ্মীরে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। ঘটনাটি ঘটে রিয়াসি জেলার কাটারা শহরে বৈষ্ণো দেবীর মন্দিরের কাছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত আহত ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিয়াসি জেলার পুলিশ প্রধান পরমবীর সিং জানান—ভূমিধসে সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাড়ে ৩ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভারী বৃষ্টির পর মন্দিরের যাত্রাপথে ধস নামলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূন্যার্থীদের মধ্যে। দ্রুত উদ্ধার তৎপরতায় নামে মন্দির কমিটি, নিরাপত্তা বাহিনী, এনডিআরএফ ও সিআরপিএফ সদস্যরা।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে—আগামী দু’ থেকে তিন দিন জম্মু-কাশ্মীরে আরও ভারী বর্ষণ হতে পারে। কাটারা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশ্তওয়াড় জেলায় ভূমিধস ও হড়পা বানের সতর্কতাও জারি করা হয়েছে। উদ্ধারকারীরা জানাচ্ছেন—অবিরাম বৃষ্টির কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।