সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

মোদি-পুতিন হাসিমুখে কোলাকুলি, চীন-ভারত সহযোগিতার বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০

ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে এক ভিন্ন দৃশ্য ধরা পড়েছে। হাস্যোজ্জ্বল অবস্থায় একে অপরের সঙ্গে কোলাকুলি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্মেলনে প্রবেশের সময় একসঙ্গে হেঁটে আসেন দুই নেতা। করমর্দন ও আলিঙ্গনের সেই মুহূর্ত ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মোদি এক্সে ছবি শেয়ার করে লিখেছেন— পুতিনের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের।

আজকের সম্মেলনের ফাঁকে মোদি-পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। এর আগে মোদি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, বৈঠকে শি জিনপিং বলেছেন— চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা সহযোগিতার অংশীদার। দুই দেশ একে অপরের কাছে হুমকি নয়, বরং উন্নয়নের সুযোগ। এসসিও সম্মেলনে এই তিন পরাশক্তির একসঙ্গে উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top