ইসরায়েল গাজায় ৫০-এর বেশি সাধারণ মানুষ নিহত: কাতার বলছে এটি ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’
মিঠু মুরাদ | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২০

কাতার জানিয়েছে, গাজার উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্তর্ভুক্ত। হামলায় অন্তত ৫০-এর বেশি নিরীহ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ফিলিস্তিনি ছিলেন যারা ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন।
এখনও ১.৩ মিলিয়ন মানুষ গাজায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ফিলিস্তিনিদের দ্রুত গাজা ত্যাগ করতে হবে।
বিশ্বের দৃষ্টি যখন দোহায় হামাস নেতাদের দিকে কেন্দ্রীভূত, ঠিক সেসময় গাজার বেসামরিক এলাকায় ইসরায়েলের বোমা বিস্ফোরণ ঘটেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।