বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

শ্রীলংকা-বাংলাদেশ-নেপালের বিক্ষোভ: এবার কি ভারত?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪

ছবি: সংগৃহীত

শ্রীলংকা, বাংলাদেশ আর এখন নেপাল—দক্ষিণ এশিয়ায় একের পর এক গণবিক্ষোভ সরকার বদলে দিচ্ছে। শ্রীলংকায় ভয়াবহ অর্থনৈতিক সংকট রাজাপাকসে পরিবারের পতন ঘটায়।

বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। সেনাবাহিনী গুলি চালাতে অস্বীকৃতি জানাতেই সরকার পড়ে যায়।

আর নেপালে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া বিক্ষোভ মুহূর্তেই দুর্নীতি আর বেকারত্ববিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। রাজধানী এখন ছাত্র-যুবাদের দখলে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। বিক্ষোভকারীরা বলছে, এটাই জেন-জির বিপ্লব।

প্রশ্ন উঠছে—এবার কি ভারত? সেখানেও কৃষি আইন আর নাগরিকত্ব আইন নিয়ে আগে বড় বিক্ষোভ হয়েছে। তবে ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থা আর বিরোধীদের দুর্বলতা এখনো দেশজুড়ে এক প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি। তবু বিশেষজ্ঞরা বলছেন—দক্ষিণ এশিয়ার আগুন ভারতে জ্বলবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারে না।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top