বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

নেপালের সংকটে তরুণদের ভরসার নাম কাঠমান্ডুর মেয়র বালেন শাহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯

ছবি: সংগৃহীত

নেপালের রাজনৈতিক সংকটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কাঠমান্ডুর মেয়র বালেন শাহ—যিনি তরুণ প্রজন্মের কাছে এখন পরিবর্তনের প্রতীক।

৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর তরুণদের চোখে সবচেয়ে প্রিয় মুখ এই ৩৫ বছর বয়সী সাবেক র‍্যাপার ও প্রকৌশলী। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী লাখো, আর ইউটিউবে তাঁর দুর্নীতিবিরোধী গান ‘বলিদান’ কোটি দর্শক দেখেছেন।

তরুণদের সংগঠন ‘জেন-জি নেপাল’ দাবি করছে, অন্তর্বর্তীকালীন পরিষদে তাঁদের প্রতিনিধি হিসেবে বালেন শাহকে রাখা হোক। সাবেক বিচারপতিরাও বলছেন, নতুন প্রজন্মের কণ্ঠস্বর শোনাতে হলে বালেনকে আলোচনায় অন্তর্ভুক্ত করা জরুরি।

২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হওয়া বালেন এখন নেপালের তরুণদের কাছে রাজনৈতিক পরিবর্তনের আশা। তিনি নিজে আন্দোলনে না থাকলেও স্পষ্ট বার্তা দিয়েছেন—এখন নতুন প্রজন্মকেই নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top