নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০

নেপালের রাজনীতিতে বড় পরিবর্তন আসছে। জেনারেশন-জেডের টানা বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। আর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।
কার্কি ছিলেন নেপালের ইতিহাসে প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও ঐতিহাসিক রায় দেওয়ার জন্য তিনি পরিচিত। তার হাত ধরেই প্রথমবার কোনো ক্ষমতাসীন মন্ত্রী দুর্নীতির মামলায় জেলে যায়।
জেন-জি আন্দোলনকারীরা ভার্চুয়াল বৈঠকে সর্বসম্মতভাবে কার্কির নাম প্রস্তাব করেছেন। প্রথমে কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র বালেন শাহকে ভাবা হলেও তিনি রাজি হননি।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করা সুশীলা কার্কি শুধু বিচারপতি নন, সংস্কারপন্থী এক প্রতীক। দুর্নীতি দমন, নারীর অধিকার ও গণতান্ত্রিক সংস্কারের লড়াই তাকে নেপালের নতুন প্রজন্মের কাছে ভরসার নাম করে তুলেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।