সবজির সাথেই বেড়েছে পেঁয়াজ-মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২১, ২১:২৩

সবজির সাথেই বেড়েছে পেঁয়াজ-মুরগির দাম

রাজধানীর বাজারগুলোতে দফায় দফায় সবজির দাম বাড়ার পর এবার বেড়েছে পেঁয়াজের দাম। সেই সাথে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সেই সঙ্গে ডিম এবং মাছ বিক্রি হচ্ছে চড়া দামে।

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতারা ধারণা করছেন, বন্যা ও বৃষ্টির কারণে সবজি খেতের অনেক ক্ষতি হয়েছে। এ কারণে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচসহ সবজি, মাছ, মাংস। তবে আস্তে আস্তে বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ৫০ টাকা, করলা ৫০ থেকে ৭০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, বেগুন ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর (চায়না) ১৬০ টাকা, শসা ৭০ টাকা, আলু ২০ টাকা, পিঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top