শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

৪ কেজি স্বর্ণসহ বেবিচকের পরিচ্ছন্নতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২২, ০৪:২২

৪ কেজি স্বর্ণসহ বেবিচকের পরিচ্ছন্নতাকর্মী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ওজনের ৩৬টি স্বর্ণবারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। আটক কর্মীর নাম মো. সুরুজ্জামান। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মো. সুরুজ্জামান বেবিচকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। বিমানবন্দরের ল্যান্ডিং স্টেশনে চোরাচালানে সহায়তা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top