মহাখালী কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ১৬ ঘণ্টা পর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১১:১৮
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে প্রায় ১৬ ঘণ্টার চেষ্টার পর শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা এমও রাশেদ বিন খালিদ বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
আগুন গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে লেগে যায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। রাত ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিস জানিয়েছিল আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ছড়ানো আগুন পুরোপুরি নেভাতে আরও কয়েক ঘণ্টা লেগেছে।
ফায়ার সার্ভিস জানায়, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দীর্ঘ সময় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হওয়ার মূল কারণ ছিল পানি সংকট। সাড়ে ৭টার দিকে পাশের বৌবাজার সংলগ্ন নালায় সেচপাম্প বসিয়ে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।
এখনও পর্যন্ত কতগুলো ঘর-পুঁজি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।