পঞ্চগড় হানাদার মুক্ত দিবস আজ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১৪:৪৪
নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ে পাক হানাদারমুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এদিনে মুক্তিযোদ্ধারা কঠিন লড়াইয়ের মধ্যদিয়ে পঞ্চগড়কে করেছিলেন হানাদারমুক্ত।
তাই মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরই জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাকজমক ভাবে উদযাপন করা হয় এ দিনটি।
তবে এবার মহামারি করোনার কারণে খুবই সংক্ষিপ্ত আকারে দিনটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও করতোয়া সেতুর উত্তর পাড়ে শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের পর কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।