দেশে ফিরেছেন কুয়েতে বিশ্বচ্যাম্পিয়ন আনাস ও গিফারী
রায়হান রাজীব | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৬
১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরবময় অর্জন এনে দেয়া দুই বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় তারা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
হাফেজ আনাস মাহফুজ ছোটদের গ্রুপ (৮-১২ বছর) থেকে প্রথম স্থান অর্জন করে দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন। তার সঙ্গে কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী ক্বারী আবু জর গিফারীও নিজের কৃতিত্বের মাধ্যমে দেশের কেরাত চর্চাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
১৯ নভেম্বর সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। ২০ নভেম্বর বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েতের আইনমন্ত্রী ড. ইব্রাহীম ওসামী। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আলেমগণ ও শুভাকাঙ্ক্ষীরা। ফুলেল শুভেচ্ছা ও দোয়ায় মুখরিত ছিল বিমানবন্দর প্রাঙ্গণ।
রাজধানীর মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ আনাস মাহফুজ তার বয়সের তুলনায় অসাধারণ মেধা এবং দক্ষতার স্বাক্ষর রেখেছেন। গোপালগঞ্জের এই কৃতি সন্তান ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় (পিএইচপি কোরআনের আলোয়) তৃতীয় স্থান অর্জন করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে প্রথম স্থান অর্জন করে তিনি তার মেধার আরও এক উজ্জ্বল প্রমাণ দিলেন।
কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী আবু জর গিফারীর অসাধারণ পারফরম্যান্স কেরাত জগতে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করেছে। তার কণ্ঠে কুরআনের সুর বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি নতুন মাত্রায় উন্নীত করেছে।
আন্তর্জাতিক অঙ্গনে এ সাফল্য দেশের জন্য এক অনন্য প্রেরণা। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ ভবিষ্যতেও কোরআন চর্চায় বিশ্বমঞ্চে আরও অনেক সাফল্যের সাক্ষী হবে বলে আশা করেন ধর্মপ্রাণ মানুষেরা।
১৪ নভেম্বর কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত দেশটির ক্রাউন গ্লাজায় এ কুরআন প্রতিযোগিতা শুরু হয়। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগী এতে অংশ নিয়েছিলেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রথম ও তৃতীয় স্থান অধিকার করা দুই বাংলাদেশি হাফেজকে অভিনন্দন জানিয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।