বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মোবাইল ফোনে তৈরী তামিল সিনেমার অ্যাকশন দৃশ্য

প্রতিভা থাকলে কম বাজেটেই সেরা সিনেমা সম্ভব

রায়হান রাজীব | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৫

ছবি: সংগৃহীত

তাদের নেই কোনও প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক শিক্ষায় পেরুননি কলেজের গন্ডি। সাধারণ একটি মোবাইলেই আশ্রয়। সেটি দিয়েই ধারণ করেন ভিডিও। শুটিংয়ে ব্যবহার করেন পথের ধুলা মিশ্রিত কিছু ময়দা ও কাঠের তৈরি দেশীয় খেলনা অস্ত্র।

ভিডিও এডিটিংয়ে ব্যবহার করেন কাইনমাস্টার সফটওয়্যার। আকারভেদে একটি ভিডিও তৈরি করতে সময় লাগে পাঁচ থেকে সাতদিন। অ্যাকশন দৃশ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয় তামিল সিনেমার সাউন্ড ইফেক্ট। আর তাতেই বাজিমাত। নিখুঁতভাবে ফুটে ওঠে অ্যাকশন দৃশ্য।

উন্নত প্রযুক্তি নেই বলে হাল ছাড়ার পাত্র নন তারা। বলছি- তামিল সিনেমার আদলে অ্যাকশন দৃশ্যের ভিডিও বানিয়ে তাক লাগিয়ে দেয়া মাদারীপুরের ছয় তরুণের কথা। তারা দেখিয়ে দিয়েছেন বাজেট কোনো বড় বিষয় নয়, প্রযুক্তির সঠিক ব্যবহারে স্বল্প বাজেটে যে কোনও অ্যাকশন দৃশ্য ধারণ করা সম্ভব।

তারাও স্বপ্ন দেখে, তাদেরও মনে প্রশ্ন জাগে। কেবল ইচ্ছে শক্তির ওপর ভর করেই কয়েকমাস মাস আগে এফএফ ফ্রেন্ডস ফরএভার নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন তারা। আর এই  চ্যানেলেই নিয়মিত তাদের তৈরি অ্যাকশন ভিডিওগুলো আপলোড করেন তারা। এভাবেই ভাইরাল, এভাবেই জনপ্রিয়তা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top