• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মানবাধিকার দিবসে লেবার পার্টির মানববন্ধন

বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু অবশিষ্ট নেই : ডা. ইরান

সুজন হাসান | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৮

ছবি: সংগৃহীত

দেশের এখন মানবাধিকার বলতে কিছু অবশিষ্ট নেই মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরের দুঃশাসনের মাধ্যমে দেশের মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচারকে কবরে পাঠিয়েছে। বাংলাদেশের এখন মানবাধিকার বলতে কিছু অবশিষ্ট নেই। এখন ঘরে থাকলে খুন আর বাইরে গেলে গুম। সরকার আইনশৃংখলা বাহীনিকে ব্যবহার করে গুম-খুন, অপহরন-গুপ্ত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন করছে।

আজ (রবিবার) দুপুরে পুরানা পল্টন সড়কে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচারের দাবীতে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধন কর্মসুচীতে প্রধান অতিথির একথা বলেন।

প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবী জানিয়ে ডাঃ ইরান বলেন, নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিয়ে দেশকে রক্তাক্ত সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। বিএনপি, জামায়াত সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে নির্বাচন গ্রহনযোগ্যতা পাবে না। কারন জনগন ভোটকেন্দ্রে যাবে না, নির্বাচনের নামে তামাশা জনগন প্রতিহত করবে।

নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসুচীতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, এডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মোহাম্মদ হেলাল উদ্দিন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য শওকত হোসেন, নগর সদস্য লিটন, রবিউল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মিলন ও যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top