করোনামুক্ত সি আর সেভেন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৯:৪৯

স্পোর্টস ডেস্ক:

পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল মাঠের অনেক জয় দেখেছে বিশ্ব, এবার ৩৫ বছর বয়সী এই খেলোয়াড় জয় করলেন মহামারি করোনাকে। শুক্রবার (৩০ অক্টোবর) তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এর আগে করোনা পজিটিভ হবার পর থেকেই তিনি আইসোলেশনে ছিলনে।

পর্তুগালের হয়ে ১১ অক্টোবর ফ্রান্সের বিপক্ষে তিনি একটি ম্যাচ খেলেন, পরে ১৩ অক্টোবর তার করোনা পজিটিভ আসে। তারপর তিনি আর কোন ম্যাচ খেলতে পারেন নি। এ সময় বার্সেলোনা ও জুভেন্টাসের হয়ে দুইটি করে মোট ৪ ম্যাচ খেলতে পারেননি রোনালদো।

এদিকে সুস্থতার খবরে স্বস্তি ফিরেছে তার দল ও সমর্থকদের মাঝে। শারীরিক অবস্থা ভালো থাকলে এই সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারবেন রোনালদো এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম গুলো।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top