ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে থাকবে দর্শকের উপস্থিতি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১৭:৪৫

স্পোর্টস ডেস্ক:
একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে ২৭ নভেম্বর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রায় আড়াই মাসের পূর্ণাঙ্গ সিরিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি এ সিরিজে মাঠে থাকবে দর্শকের উপস্থিতি। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ৪ টেস্টের প্রথম ম্যাচ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে টেস্টের দর্শকের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এবং নির্ধারন করে দেয়া হয়েছে কোন টেস্টে কতজন দর্শক মাঠে থাকতে পারবেন।
অ্যাডিলেড ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার ১ম দিবারাত্রি টেস্ট ১৭ ডিসেম্বর। এই ম্যাচের সময় ২৭ হাজার দর্শক মাঠে বসে একসাথে খেলা দেখতে পারবেন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার ২য় টেস্ট ২৬ ডিসেম্বর। ২৫ হাজার দর্শক মাঠে একসঙ্গে বসে ম্যাচটি দেখতে পারবেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বর্ডার-গাভাস্কার ট্রফির ৩য় টেস্ট শুরু হবে ৭ জানুয়ারি থেকে। ২৩ হাজার দর্শক প্রতিদিন একসঙ্গে বসে এই ম্যাচ দেখতে পারবেন।
সবশেষ ব্রিসবেনের গ্যাবাতে ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪র্থ টেস্ট। এই ম্যাচে ৩০ হাজার দর্শক প্রতিদিন একসঙ্গে বসে খেলার আনন্দ নিতে পারবেন বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।