মঙ্গলবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১৮:০৯

স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ প্রীতি ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ ও নেপাল দল। এর আগে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।

জানা যায়, ম্যাচের আগেই করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। কোচ ছাড়াই অনুশীলন চালিয়ে নিজেদের সমস্যা ও ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করছে ফুটবলাররা।

এদিকে, অনুশীলন করে নিজেদের অবস্থান ঠিক করার চেষ্টা করছে নেপাল। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচের জন্য নিচ্ছেন যথাযথ প্রস্তুতি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top