ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের খেলা দেখতে সাইকেলে চেপে কাতারে

নিশি রহমান | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০২:১২

ফ্রান্সের খেলা দেখতে সাইকেলে চেপে কাতারে

কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে নিজ দেশের খেলা মাঠে বসে দেখার নেশায় সাইকেল চালিয়ে ফ্রান্স থেকে কাতার এসেছেন মেহদি বালামিসা ও গ্যাব্রিয়েল মার্টিন।

গত  তিন মাস আগে তাদের যাত্রা শুরু হয়েছিল ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদ দ্য ফ্রান্স থেকে। তারা যাত্রা শেষ করেছেন কাতারের লুসাইল স্টেডিয়ামে। যেখানে হবে এ বিশ্বকাপের ফাইনাল। এ যাত্রায় দুই বন্ধু পাড়ি দিয়েছেন ৭ হাজার কিলোমিটার পথ । তাদের পার হতে হয়েছে ১৩টি দেশ। প্রতিদিন গড়ে ১১৫ কিলোমিটার পথ সাইকেল চালিয়েছেন তারা।

দুঃসাহসিক এ যাত্রার বিষয়ে বালাসিমা বলেন, এটি সত্যি একটি পাগলাটে চিন্তা ছিল; কিন্তু আমরা এমন লোক—যাদের বড় চিন্তা রয়েছে এবং কোনো আফসোস থাকুক তা চাই না। যেহেতু আমরা উভয়েই স্বনির্ভর, তিন মাস ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিই এবং কাতারে এসেই পড়ি।

এখন তাদের পরিকল্পনা টুর্নামেন্টে ফ্রান্স যতদিন থাকে ততদিন কাতারে অবস্থান করা।তবে  মার্টিন বলেন, আমরা এখানে ফাইনাল পর্যন্তই থাকছি, কেননা, অবশ্যই ফ্রান্স বিশ্বকাপ জিততে যাচ্ছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top