ম্যানসিটির আরও তিন জন করোনা পজেটিভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২১, ০২:৩৯

ছবি:  সংগৃহীত

ম্যানচেস্টার ডার্বির আগে দুঃসংবাদ শুনতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। দু’জন খেলোয়াড় এবং একজন কর্মকর্তাসহ মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটিজেনদের।

বুধবার (০৬ জানুয়ারি) দিবাগত রাতে ইএফএল কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার কয়েক ঘণ্টা আগে এই সংবাদ পেল সিটিজেনরা।

অবশ্য দুই খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় তেমন একটা চিন্তিত হতে হচ্ছে না ইতিহাদের কোচ পেপ গার্দিওলাকে। কারণ তাদের একজন গোলরক্ষক স্কট কার্সন এবং ১৮ বছর বয়সী মিডফিল্ডার কোল পালমার। দু’জনই দলের অনিয়মিত খেলোয়াড়।

ইংলিশ প্রিমিয়ার লিগের যেসব ক্লাবের খেলোয়াড়রা সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ওপর সারিতে আছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে তাদের আটজন কোভিড-১৯ পজেটিভ হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top